নিজস্ব প্রতিনিধি: ২৯ আগস্ট ২০১৮ শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারীতে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচকে সামনে রেখে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো মতবিনিময় সভা।
সম্মানিত জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন মহোদয়ের সভাপতিত্বে মতবিনিময় সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান নূর এম.পি মহোদয়। আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, পৌর মেয়র নীলফামারী, ভারপ্রাপ্ত কর্মকর্তা নীলফামারী সদর থানা, জেলা ক্রীড়া সংস্থার, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সহ বিভিন্ন আইন শৃংখলা বাহিনীর সদস্য এবং ব্যবসায়ীবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস