জাতিসংঘ কর্তৃক স্বপ্লোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশের স্বীকৃতি অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রীতি ফুটবল খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় নীলফামারী জেলার সাবেক ফুটবল খেলোয়াড়গণ লাল ও হলুদ দলে বিভক্ত হয়ে অংশগ্রহণ করেন। লাল দল ৩-১ গোলে হলুদ দলকে পরাজিত করে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ খালেদ রহীম, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী।বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী এর সম্মানিত সদস্য এবং প্রবীন খেলোয়াড়গণ। আয়োজনে: জেলা প্রশাসন ও সহযোগিতায়: জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী। খেলা শেষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে শুভেচ্ছা পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস