অনূর্ধ্ব ১৪,১৬ ও ১৮ বয়সের ক্রিকেট খেলোয়াড়দের প্রাক-বাছাই ফরম জমা দেয়ার সময়সূচি প্রকাশ.........
বিজ্ঞপ্তি
এতদ্বারা নীলফামারী জেলার অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ বছর বয়সের ক্রিকেট খেলোয়াড়দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক ২০২৪-২০২৫ মৌসুমের জন্য বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা (অনূর্ধ্ব-১৪, ১৬, ১৮) এর প্রাথমিক বাছাই প্রক্রিয়ার ফরম জমা নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আগ্রহী খেলোয়াড়দের জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারীর নির্দিষ্ট ফরম পূরণ করে জমা নির্দিষ্ট তারিখের মধ্যে জমা প্রদান করার জন্য বলা যাচ্ছে।
আবেদন ফরম: https://t.ly/dsjnj এই ওয়েবসাইটে ও QR Code স্ক্যান করলে পাওয়া যাবে।
ফরম জমার তারিখ ও স্থান : ১৭ সেপ্টেম্বর, ২০২৪ (ডিএসএ অফিস কক্ষ)
সময় : অনূর্ধ্ব-১৮ (সকাল ০৯ টা থেকে সকাল ১০ টা)
অনূর্ধ্ব-১৬ (সকাল ১০ টা থেকে বেলা ১২ টা)
অনূর্ধ্ব-১৪ (বেলা ১২ টা থেকে দুপুর ০২ টা)
খেলোয়াড়দের বয়স নির্ধারণ হবে নিম্নরূপ-
যাদের জন্মসাল এর পূর্বে নয়: অনূর্ধ্ব-১৪ (০১/০৯/২০১০)
অনূর্ধ্ব-১৬ (০১/০৯/২০০৮)
অনূর্ধ্ব-১৮ (০১/০৯/২০০৬)
আবেদন ফরমের সাথে যা যা লাগবে-
|
২ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি ষ্ট্যাম্প সাইজ রঙ্গিন ছবি।
অনলাইন (ভেরিফাইড) জন্ম নিবন্ধন সনদের ফটোকপি এবং মূল কপি (ফেরতযোগ্য)। পিএসসি/জে.এস.সি/এস.এস.সি এর ছবিযুক্ত রেজিস্ট্রেশন কার্ড/প্রবেশ পত্রের ফটোকপি এবং মূল কপি (ফেরতযোগ্য)। অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রত্যয়নপত্র। বাবা ও মায়ের এনআইডি কার্ডের ফটোকপি। |
প্রয়োজনে যোগাযোগ: জেলা ক্রিকেট কোচ- ০১৭১২৬৩৮৩৫৭ অফিস সচিব- ০১৭৬৭০৩০৩৭২
আহ্বানে
জেলা ক্রীড়া সংস্থা, নীলফামারী।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস